Friday, August 23, 2019

মাদারীপুর কালকিনির মিয়ারহাট বাজারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হলো

কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী বাজার মিয়ারহাট বাজারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হলো । সকল সদস্যদের জানাই অভিনন্দন । আশা করি উনাদের হাত ধরে সকল মানুষদের আন্তরিকতায় এগিয়ে যাবে আমাদের দক্ষিন বঙ্গের ঐতিহ্যবাহী এই বাজার ।

দেখে নিন মিয়ার হাট বাজারের পূর্ণাঙ্গ কমিটি -
১. আলহাজ্ব আনছার উদ্দিন মৃধা - সভাপতি .
২.ছালাম সিকদার - সহ-সভাপতি
৩. ছালাম মৃধা - সহ-সভাপতি
4. জাহাঙ্গীর কাজী - সাধারন সম্পাদনা
5. মোসলেম খান - সহ-সাধারন সম্পাদক -
6. ইমাম মাল- সহ-সাধারণ সম্পাদক,
7. আলহাজ্ব মফসের খান- কেসিয়ার (কোষাধ্যক্ষ)
8. মোঃ কাজী সেলিম - সাংগাঠনিক সম্পাদক
9. ফেরদৌস সরদার - সাংগাঠনিক সম্পাদক
10. মোঃ সেলিম সরদার - দপ্তর সম্পাদক
11. মোঃ হামিদুজ্জামান সিকদার - ক্রীয়া সম্পাদক
12. মোঃ হানিফ মাল - প্রচার সম্পাদক
13. মোঃ আলী হোসেন পালোয়ান - ধর্ম বিষয়ক সম্পাদক
14. আঃ মান্নান বেপারী - কার্যকরী সদস্য
15. মোঃ কাজী দাদন - কার্যকরী সদস্য
16. মোঃ ইয়াকুব আলী সরদার - কার্যকরী সদস্য
17. মো নুরুল ইসলাম চৌকিদার - কার্যকরী সদস্য
18. মোঃ আলাউদ্দিন খান - কার্যকরী সদস্য
19. মোঃ মোয়াজ্জেম মৃধা - কার্যকরী সদস্য
20. মোঃ ছায়েদুল হক মৃধা - কার্যকরী সদস্য
21. মোঃ কালাম মাঝী - কার্যকরী সদস্য
22. মোঃ হিরন সিকদার - কার্যকরী সদস্য
23. মোঃ ছালেক খান - কার্যকরী সদস্য
24. মোঃ ফারুক বেপারী - কার্যকরী সদস্য
25. সরকার লালু - কার্যকারী সদস্য
26. শ্রী সুজন মন্ডল - কার্যকারী সদস্য
27. মোঃ আতাহার সরদার - কার্যকারী সদস্য
28. মোঃ এস্কান্দার বেপারী - কার্যকারী সদস্য

ইলিশ এবং মিয়ারহাট


পদ্মার শাখা নদী আড়িয়াল খা আর আড়িয়াল খার সাথে আছে অসংখ্য ছোট ছোট নদী, বিলের মিলনমেলা। পদ্মা তার বুকের সমস্ত ভালবাসা বিলিয়ে দিয়েছে তাহার আপন উত্তরাধীকারী ছেলের মতন আড়িয়াল খা কে। ইলিশ তার অন্যতম। একমাত্র পদ্মার ইলিশের স্বাদ বিশ্বের সমস্ত মাছের ভিতর সেরা স্বাদ। আর বাংলাকে এই ইলিশ করেছে সমৃদ্ব সম্পদশালী। পদ্মার ইলিশ আর আড়িয়াল খার ইলিশ সারা বাংলার ইলিশের অন্যতম ভান্ডার।

মাদারীপুরের ইলিশের অন্যতম ভান্ডার আড়িয়াল খা। আড়িয়ালের ইলিশের সমারোহ সবচেয়ে বেশি মিয়ারহাট বাজারে। মিয়ারহাট বাজারকে কেন্দ্র করে আড়িয়াল খার বেশি ভাগ জেলেদের ইলিশের বেচা কেনা জমে উঠে। তাই তো ইলিশপ্রেমী মানুষেরা ছুটে আসে মিয়ারহাট বাজারে।

কালকিনি উপজেলা বাজারে সমস্ত কালকিনি, ডাসার, শিবচর, মাদারীপুর,বরিশালের একাংশ বাজারে মিয়ারহাটের জেলেদের বিক্রেতাদের ইলিশের একচেটিয়া ইলিশ মাছ পাওয়া যায়। পাইকারি দামে মিয়ারহাট থেকে খুব সকালে ইলিশগুলো কালকিনি থানার বিভিন্ন বাজারে নেওয়া হয়। এভাবে ইলিশের চাহিদা পূরণ করে চলছে আমাদের ভালবাসার মিয়ারহাট।
অনেক দূর থেকে মানুষ তাজা ইলিশ মাছ নিতে আনন্দের সাথে আসে মিয়ারহাট বাজারে। মিয়ারহাট বাজারে ইলিশ ছাড়া অন্যন্য মাছের সমারোহ বসে।সকাল ৫.৩০টা থেকে ১২টা বাজার টাইম তাজা মাছ পাওয়া যায়। বিকাল বেলা ও এখানে অনেক তাজা নদীর মাছ পেতে পারেন। শুত্রু আর সোমবার মিয়ারহাটে হাট বসে সেদিন সকাল থেকে রাত পযন্ত বাহারী স্বাদের মাছের মেলা বসে। সারাদিন মাছ সহ অন্যন্য জিনিস বেচেকেনা করতে পারেন।
কলিকাতার দাদা বাবুরা এই দেশ আসে ছুটিতে মিয়ারহাট থেকে ইলিশ কিনে পেট ভরে খেয়ে তৃপ্তি মিঠায় আর বারো মাস গল্প করে তারা আড়িয়ালের ইলিশ খেয়ে এসেছে মিয়ারহাট থেকে। এভাবে আমাদের মিয়ারহাটের সুনাম ছড়িয়ে পড়ছে দেশ থেকে বহুদেশে ।
লেখা - আল মারুফ মৃধা

মাদারীপুর কালকিনির মিয়ারহাট বাজারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হলো

কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী বাজার মিয়ারহাট বাজারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হলো । সকল সদস্যদের জানাই অভিনন্দন । আশা করি উনাদের হাত ধরে সকল ...